উপজেলা চেয়ারম্যান গ্রুপের উপর এমপি গ্রুপের হামলা, চেয়ার ভাংচুর

আমাদের প্রতিদিন
2024-04-18 02:54:37

 

মিঠাপুকুর প্রতিনিধি:

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মিঠাপুকুরে আওয়ামী লীগের দু’গ্রুপের পৃথক কর্মসূচী চলাকালে হামলা, হাতাহাতি ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে একটি গ্রæপ ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার গ্রæপ ও বাসস্ট্যান্ড ওভারপাসে এইচএন আশিকুর রহমান এমপি গ্রুপ পৃথক কর্মসূচী পালন করছিল। এসময় এমপি গ্রুপের কতিপয় নেতাকর্মী বেগম রোকেয়া অডিটরিয়ামে এসে উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতাকর্মীদের গালিগালাজ ও হামলা চালায় এবং চেয়ার ভাংচুর করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে, কেউ গুরুত্বর আহত হয়নি। এ ঘটনায় মিঠাপুকুরে রাজনৈতিক অঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীরা বেগম রোকেয়া অডিটরিয়ামে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করছিলাম। হঠাৎ প্রতিপক্ষের কিছু নেতাকর্মী এসে অনুষ্ঠান করতে বাঁধা দিচ্ছিল। তারা গালিগালাজ, হাতাহাতি করছিলো। এ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত করতে তারা চেয়ার ভাংচুর করে। এমপি গ্রুপের নেতাকর্মীদের অভিযোগ, অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত আমাদের উদ্দেশ্য করে ব্যাঙ্গাত্তক বক্তব্য রাখেন। একারণে আমরা বেগম রোকেয়া অডিটরিয়ামে গিয়ে প্রতিবাদ করেছি মাত্র।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় পক্ষই নিজ নিজ স্থানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেন। বেগম বোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন। অপরদিকে, বাসস্ট্যান্ড ওভারপাসে পৃথক কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য ও এমপি পুত্র রাশেক রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মেসবাহুর রহমান, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, যুবলীগ নেতা মোন্নাফ হোসেন প্রমুখ। এরআগে উভয় গ্রুপই ঢাকা-রংপুর মহাসড়কে র‌্যালী করেছে।