ইউক্রেনকে যুক্তরাজ্যও দেবে না যুদ্ধবিমান

আমাদের প্রতিদিন
2024-04-11 05:50:05

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রে পথেই হাঁটলো যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক সাফ জানিয়েছেন, রুশ বিমান হামলা মোকাবিলায় ভলোদিমির জ়েলেনস্কির দেশকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে পারবে না লন্ডন।

রিশি সুনাকের দপ্তরের এক মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়। আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো চালানো শিখতেই কয়েক মাস সময় চলে যায়। তাই আমরা মনে করি এখনই ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত হবে না।’

তবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে ব্রিটেন তার সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন সুনাক।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউক্রেন দাবি করেছিল, চতুর্থ প্রজন্মের এফ-১৬ বা সমগোত্রীয় ফাইটার জেট পেলে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যাবে। তবে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এফ-১৬ দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন।