কুড়িগ্রামে জমি নিয়ে বিবাদ পরিবারের  সকল সদস্যদের আত্মহত্যার হুমকী

আমাদের প্রতিদিন
2024-04-23 20:29:22

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামে বিমাতা ভাইদের সাথে জমি নিয়ে বিবাদে নির্যাতনের শিকার একটি পক্ষ সংবাদ সম্মেলনে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আত্মহত্যার হুমকী দিয়েছেন। পিতার মৃত্যুর পর এক মায়ের ৭পূত্র সন্তান মিলে অপর মায়ের ২পূত্র সন্তানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মিজানুর রহমান ও হাফিজুর রহমানসহ তার পরিবারের লোকজন।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, ২০০৮ সালে তার পিতা জয়েন উদ্দিনের মৃত্যুর পূর্বে উভয় সন্তানদের লিখিতভাবে জমি বণ্ঠন করে দেন। কিন্তু পিতার মৃত্যুর পর বিমাতা ভাই সফি উদ্দিনগং ও চাচাতো ভাই আব্দুস সামাদ মিলে ২০০৯ সালে এক বিঘা জমি দখলে নেন। মীমাসংায় সেটি ফেরৎ দেয়ার পর ২০১০ সালে আবার ৩বিঘা জমি দখলে নেন। স্থানীয় মেম্বার চেয়ারম্যান মীমাংসা করে জমি ছেড়ে দেয়ার পর ২০১৪ সালে ভূয়া দলিলপত্র তৈরী করে দখলে নিলে উভয়পক্ষের আইনজীবীর সহায়তায় পূণরায় ৩বিঘা জমি ফেরৎ প্রদান করেন। সর্বশেষ ২০২০ সালে পরিবারের লোকজনকে মারপীট করে আবার ৩ বিঘা জমি দখলে নিয়ে দুই ভাইয়ের পরিবারকে ভিটেছাড়া করতে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেন। বর্তমানে পরিবারটি জীবন সংশয়ে রয়েছেন। বিমাতা ভাইদের হাত থেকে রেহাই পেতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।