ডিমলায় চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্ধোধন

আমাদের প্রতিদিন
2024-03-28 16:03:59

হাবিবুল হাসান হাবিব. ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্ধোধন করা হয়েছে। ২২ মার্চ (বুধবার) সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা" সারা দেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে ডিমলা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে গণভবন থেকে সম্প্রসারিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়  উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি লাইছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রুখম। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মধ্যে ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৭৪৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে ডিমলা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।