ডোমারে রহমতের বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

আমাদের প্রতিদিন
2024-04-21 08:48:43

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী:

গত কয়েকদিন ধরে ভ্যাপসা ও অসহনীয় গরমের কারণে সর্বস্তরের মানুষের দূর্ভোগের পাশাপাশি বৃদ্ধ এবং শিশুদের নাভিশ্বাস ও যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় যুব সমাজের আয়োজনে মহান রাব্বুল আলামীনের দরবারে রহমতের বৃষ্টির জন্য নীলফামারীর ডোমারে ইস্তিকার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯ টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ইস্তিকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। ইস্তিকার নামাজ পড়ার জন্য ডোমার কেন্দ্রীয় ঈঁদগাহ ময়দানে শত শত মানুষ ছুটে আসে এক পশলা রহমতের বৃষ্টির আশায়।  উক্ত নামাজে ইমামতি করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।

এসময় নামাজের পরে খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে তাদের  চোখের পানি ফেলে এক পশলা রহমতের বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া প্রার্থনা করেন। ইস্তিসকার নামাজে বিভিন্ন এলাকার ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, সাধারণ মুসুল্লিরাসহ প্রায় ৫ শতাধিক মানুষ ইস্তিকার নামাজে অংশ গ্রহণ করেন।