দেড় শ বছরের স্মৃতি নিয়ে কলকাতার মঞ্চে বাংলাদেশি শিল্পীরা

আমাদের প্রতিদিন
2024-04-11 05:19:21

 

বিনোদন ডেস্ক:  

১৮৭২ সালের ৭ ডিসেম্বর কলকাতায় প্রথম দর্শনীর বিনিময়ে সাধারণ মানুষের সামনে মঞ্চস্থ হয় কালজয়ী নাটক ‘নীলদর্পন’। ন্যাশনাল থিয়েটারের উদ্যোগে মঞ্চস্থ হয়েছিল দীনবন্ধু মিত্রের এই নাটক।

সাধারণ রঙ্গালয়ের ১৫০তম বার্ষিকী উদযাপনে ঢাকা ও কলকাতায় উৎসবের আয়োজন করা হয়েছে। বঙ্গ নাট্যসংহতির আয়োজনে আজ কলকাতায় এই নাট্যোৎসবের পর্দা উঠবে। উদ্বোধনী মঞ্চে প্রদর্শিত হবে ‘নীলদর্পণ’ নাটকটি। এর নির্দেশনায় রয়েছেন বাংলাদেশের নাট্যকার মামুনুর রশীদ। নাটকটি প্রযোজনা করছে রেপাটরি নাট্যদল ‘বাঙলা থিয়েটার’।

নাটকে অভিনয় করছেন ঢাকা থিয়েটার, আরণ্যক, সুবচন নাট্য সংসদ, দেশ নাটক, নাট্যকেন্দ্র, বাতিঘর, প্রাচ্যনাট, মেঘদূতসহ ঢাকার বিভিন্ন দলের সদস্যরা।

অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন— মামুনুর রশীদ, ফয়েজ জহির, শুভাশিস ভৌমিক, আহাম্মেদ গিয়াস, শামীমা শওকত লাভলী, শাহনাজ খুশি, সুষমা সরকার, লায়লা বিলকিস ছবি, সঙ্গীতা চৌধুরী, হাশিম মাসুদ, সাঈদ সুমন, খালিদ হাসান রুমি, সুজাত শিমুল, রিয়া চৌধুরী, তাসমী চৌধুরী, শাহরান, তাজউদ্দীন তাজু, রুহুল আমিন ও উচ্ছ্বাস ঘোষ। গতকাল কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের এসব নাট্যশিল্পীরা।