টাইগারদের বোলিং তোপ, ব্যাটিং বিপর্যয়ে ভারত

আমাদের প্রতিদিন
2024-04-26 15:14:59

 

স্পোর্টস ডেস্ক:   

মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এর জবাবে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে সফরকারী দল। বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারায় ভারত। ইনজুরিতে আক্রান্ত রোহিত শর্মার বদলে ওপেনিংয়ে নামলেও ব্যাট হাতে রান পাননি বিরাট কোহলি। দ্বিতীয় ওভারে বাংলাদেশি পেসার এবাদত হোসেনের পঞ্চম বলে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় ব্যাটার (৫)। 

কোহলির পর টিকতে পারেননি আরেক ওপেনার শিখর ধাওয়ানও। ইনিংসের তৃতীয় ওভারে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১০ বলে ৮ রান করেন শিখর। এরপর ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসা ওয়াশিংটন সুন্দরকে (১১) দ্রুত ফেরান সাকিব আল হসান। বাঁহাতি স্পিনারের প্রথম ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সুন্দর। ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত।