নারীর প্রতি সহিংসতা বন্ধে রংপুরে আর্ট প্রদর্শনী

আমাদের প্রতিদিন
2024-04-11 01:34:38

 

নিজস্ব প্রতিবেদক:

নারীর প্রতি সহিংসতা বন্ধে রংপুর অনুষ্ঠিত হয়েছে আর্ট প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপ- উপাচার্য্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়র জেন্ডার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মীর তামান্না সিদ্দিকা। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর এসএম আব্দুল মতিন লস্কর, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেপগ প্রোগ্রাম ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নারীর প্রতি সহিংসতা বিষয়ক একটি উন্নয়ন নাটক মঞ্চস্থ করা হয়। এরপর অতিথিগণ আর্ট গ্যালারী পরিদর্শন করেন। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার চিত্র শিল্পীরা অংশ গ্রহণ করেন। পরে ১০টি চিত্রকর্মের মধ্যে ৩জনকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। এগিয়ে আসতে হবে পরিবার, সমাজ তথা দেশের সর্ব স্তরের মানুষকে। এসময় নারীর প্রতি সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরা যাতে করে শিশু ও যুবরা সচেতন হয় এবং নারীর প্রতি সহিসংতা বন্ধ করতে অবদান রাখতে পাওে বলা হয়।