মেজাজ গরম হয়ে যায় পাপনের তামিমের রিপোর্ট দেখে

আমাদের প্রতিদিন
2024-05-08 14:24:06

ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক:

গেল বছরের নভেম্বরে ভারত সিরিজ শুরুর আগ মুহূর্ত থেকে কোমরের চোটে ভুগছেন তামিম ইকবাল। তবে ঠিক কি ধরণের সমস্যায় তিনি ভুগছিলেন সেটাই এতদিন ছিল অনিশ্চিত। সবশেষ দুবাই থেকে যে রিপোর্ট পাঠান তামিম, সেটা দেখেই তার ইনজুরি সম্পর্কে অবগত হয়েছিলেন নাজমুল হাসান পাপন।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘তামিম কিন্তু ঢাকায় এমআরআই বা স্ক্যান যা যা করার করেছে। ভারতে, ব্যাংককে, লন্ডনেও করেছে। এবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠানোর পর, সেখানে প্রথম দেখি সমস্যা আছে।’

রিপোর্ট দেখার পর তা আগে কেন পাঠানো হয়নি তা তামিমের কাছে জানতে চান পাপন। এ নিয়ে তামিম বলেন, ‘আমার চোট কিন্তু ২০২২ সালের নভেম্বর থেকে ছিল। আগে রিপোর্ট পাঠাইনি। রিপোর্ট পাঠানোর পর বলেছেন, কেন আগে জানানো হয়নি তাকে। জানাতে বলেছেন। এটা কারো সঙ্গে হওয়া উচিত নয়।’

এদিকে তামিমের সেই চোটের খবর নিয়ে পাপন বলেন, ‘আমার তো মেজাজই গরম হয়ে গেল রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরও ইনভেসটিগেট করে বের করা দরকার। এটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না।’

‘এটা যদি ২০২২ এ হয়ে থাকে তাহলে এতদিনে ভালো হয়ে যাওয়ার কথা। তো নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে, এজন্যই আমাদের এরকম কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এতদিনে ভালো হয়ে যেত।’- যোগ করেন