রংপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
2023-10-01 21:46:44

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর)দুপুরে নগরীর সূত্রাপুর এলাকার ভাড়া বাসা থেকে মাহফুজার রহমান (২৩) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মাহফুজার মিঠাপুকুর উপজেলার কুমরপুর গ্রামের আব্দুস সুবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজার ও তার স্ত্রী তিন বছর ধরে সূত্রাপুর এলাকায় ভাড়া থাকতেন এবং দু’জনই টিউশনি করিয়ে তাদের সংসার চালাতেন। কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় মাহফুজার একাই বাসায় থাকতেন। রবিবার রাতের কোন এক সময় মাহফুজার ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তাজহাট থানার ওসি হোসেন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।