লালমনিরহাটে সোনালী ব‌্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের মনোনয়ন বাতিল

আমাদের প্রতিদিন
2024-07-27 10:22:19

লালমনিরহাট প্রতিনিধি:

সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধানসহ ৮ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে জেলার ৩ টি আসনে ২৭ জন প্রার্থীর ‌মধ্যে ৮ জনের মনোনয়ন পত্র বাতিল ও একজনের মনোনয়ন পত্র স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও  জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ ।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান কে এম আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকি, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে রবীন্দ্রনাথ বর্মন (স্বতন্ত্র), রজব আলী (জাকের পার্টি), দেলাব্বর রহমান (বাংলাদেশ কংগ্রেস), হালিমা খাতুন (স্বতন্ত্র) ও লালমনিরহাট-৩ (সদর) আসনে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন বক্কর।

লালমনিরহাট-১ আসেন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২ আসনে সমাজকল‌্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ১৮ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। তবে গণতন্ত্রী পাটির প্রার্থী সুবৃত্তি রানীর মনোনয়ন স্থাগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ।