বিরামপুরে ঐতিহাসিক মুজিব দিবস পালিত

আমাদের প্রতিদিন
2024-05-17 21:04:46

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথক ভাবে ঐতিহাসিক মুজিব  দিবস পালন করেছেন।

সকলে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য ও স্তবক অর্পন করেন। সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সহকারী কমিশনার ভুমি মুরাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক,সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, ওসি সুব্রত কুমার সরকার, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্যত কুমার অপুর, মৎস্য কর্মকতার্ কাওসার, বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন সরকার প্রমূখ।