জুয়ার সরঞ্জামসহ তিন জুয়ারু আটক করেছে পুলিশ

আমাদের প্রতিদিন
2024-05-16 18:33:24

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):  

ডাব্বু ও ৬ গুটি দিয়ে অর্থের বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তিন জুয়ারুকে জুয়া খেলার সরমঞ্জামাদিসহ আটক করেছে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর  দিক নির্দেশনা মোতাবেক জেলার পলাশবাড়ী থানাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে কে.এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) পরিমল চন্দ্র রায়, এসআই(নিঃ) মোহাম্মদ মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ১৮ এপ্রিল পৌনে নয়ঘটিকায় পলাশবাড়ী থানাধীন কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর মৌজাস্থ গনেশপুর বাজারে দক্ষিণ পার্শ্বে জনৈক মোঃ লাল মিয়ার গাছ বাগানের ভিতর হইতে পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামের মৃত দুলা মন্ডলের ছেলে আসামী ১। বিপুল মন্ডল (৩১),পৌর শহরের গোয়ালপাড়া গ্রামের  মৃত মোজ্জাম্মেল হকের ছেলে আসামী ২। মোঃ আব্দুল মালেক মানিক মিয়া (৩৮), ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের মৃত প্রিয়নাথ দাসের ছেলে আসামী ৩। শ্রী দীলিপ চন্দ্র দাস (৫৫) কে ডাব্বু ও ৬ গোটি দ্বারা অর্থের বিনিময়ে প্রকাশ্যে জুয়া খেলা ও তাহাদের হেফাজত হইতে উদ্ধারকৃত জুয়া খেলার সরমঞ্জামাদিসহ আটক করা হয়েছে। এঘটনায় পলাশবাড়ী থানার নিয়মিত মামলা নং-১৭, তাং-১৮/০৪/২০২৪ রুজু করা হয়।

এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের অভিযান অব্যহত আছে।