লালমনিরহাটে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

আমাদের প্রতিদিন
2024-05-19 23:50:11

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী যুবক নিহত হয়েছে।

ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ঝালাংগী বিজিবি ক্যাম্প এলাকার সীমান্তে ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের কাছে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ডাকু ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার অপির উদ্দিনের  পুত্র।

বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার জানায়, ওই সীমান্ত দিয়ে গরু পারাপারের চেষ্টা করেন আবুল কালাম ডাকুসহ কয়েকজন। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ডাকু গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহত হয়েছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।