১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

আপিলে মনোনয়ন ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী

আমাদের প্রতিদিন
1 year ago
423


রংপুর সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া ২২ জন কাউন্সিলর প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে ১২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন টেকাতে পারেননি। বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এর মধ্যে ৩৪ জন তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানি শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধতা পায়।

অপরদিকে আপিলের পরও ১২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন-সংরক্ষিত ৬ ওয়ার্ডে ঋণ খেলাপির জামিনদাতা হওয়ায় মোছা. রাজুফা খাতুন, তথ্যের গরমিলের কারণে ফাতেমা খাতুন, সাধারণ-৬ ওয়ার্ডে স্বনামে ঋণ খেলাপির কারণে মশিয়ার রহমান, সাধারণ-৭ নম্বর ওয়ার্ডে হলফনামা ও আয়কর রিটার্নে সম্পদ ও অর্থের গরমিলের কারণে মোশাররফ হোসেন, হয়রত আলী, সাধারণ ১০ নম্বর ওয়ার্ডে হলফনামা অসম্পূর্ণ থাকায় শাহ মো. কামরুজ্জামান, সাধারণ ১২ নম্বর ওয়ার্ডে হলফনামায় অসম্পূর্ণ তথ্যের কারণে আফজাল হোসেন, সাধারণ ১৫ নম্বর ওয়ার্ডে ঋণ খেলাপির জামিনদাতা হওয়ায় মো. জাকারিয়া আলম শিপলু, সাধারণ ১৭ নম্বর ওয়ার্ডে ফরমে স্বাক্ষর না করায় আমিনুল ইসলাম, সাধারণ ২৫ নম্বর ওয়ার্ডে ঋণ খেলাপির জামিনদাতা হওয়ায় এম এ রউফ সরকার, সাধারণ ৩১ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় মো. শাহ এমরানুল আরেফিনের মনোনয়ন আপিলের শুনানিতে পুনরায় বাতিল করা হয়। অপরদিকে সাধারণ ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মালেক নিয়াজ আরজু’র মনোনয়ন বৈধ হলেও পরে তার মনোনয়নের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম তোতা নামে এক ব্যক্তি আপিল করেন। সেই আপিলের ভিত্তিতে মালেক নিয়াজ আরজু’র মনোনয়ন বাতিল করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়