১৩ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

রংপুরে জেলা পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ইস্যুতে সংলাপ

আমাদের প্রতিদিন
1 year ago
190


 

নিজস্ব প্রতিবেদক:

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র  অধিকার এখানে, এখনই(রাইট হিয়ার রাইট নাউ ২) প্রকল্পের  উদ্যোগে জেলা পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ইস্যুতে  যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে নগরীর আরকে রোডস্থ এনজিও ফোরামের আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাক জেলা সমন্বয়কারী একেএম জাহেদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এসএম সাইদুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার মো: এনায়েত হোসেন, সদর উপজেলা নুর নাহার বেগম প্রমুখ।

ইয়ুথ এ্যাডভোকেট মো: মুহাফিজ মোস্তফার সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ- ২) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, এসময় বাংলাদেশের প্রেক্ষাপট ও এসআরএইচআর, প্রকল্পের পরিচিতি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য,প্রকল্পের প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন, ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার আব্দুল হালিম। পরে সমন্বিত যৌনতা শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য বর্তমান পরিস্থিতি আলোচনা এবং সংলাপ সেশন পরিচালনা করেন ব্র্যাক অধিকার এখানে, এখনই (আরএইচআরএন২) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর, মাধুরী সূত্রধর।

এসময় ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মো: সোলায়মান মিয়াসহ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাবিবা হেলেনসহ যুবউন্নয়ন অধিদপ্তর, কাউন্সিলর, সাংবাদিক ও কিশোর-কিশোরীসহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা,  যুব বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট সকলের একযোগে কাজ করার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহŸান জানান।

অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ-২) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর বলেন, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক সময় নানারকম স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকে। শিশু থেকে বয়স বাড়ার সাথে সাথে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময়ে হরমোনের প্রভাবে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। তাদের মধ্যে বেশিরভাগ জানেইনা কোথায় গেলে তারা সেবা পেতে পারে, এসময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক পরামর্শ ও ধারনা তাদেরকে চিন্তামুক্ত, স্বাভাবিক ও সুন্দর জীবন যাপনে সহায়তা করতে পারে। প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলা অনেকটা লজ্জাজনক বিষয় হিসেবে বিবেচিত হওয়ায় সঠিক উৎস থেকে ধারণার অভাবে তারা অনেক ভুল তথ্য পায়, যা তাদের জন্য ক্ষতিকর। এইসব বিষয় বিবেচনায় নিয়ে ব্র্যাক ২০২৫ সাল পর্যন্ত রাইট হিয়ার রাইট নাউ ২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরী ও যুব সমাজকে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়