২৬ অগ্রহায়ণ, ১৪৩০ - ১০ ডিসেম্বর, ২০২৩ - 10 December, 2023
amader protidin

রংপুরে ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

আমাদের প্রতিদিন
1 year ago
89


প্রতীকি ছবি

নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীতে ধাক্কায় রাকিবুল ইসলাম হাসান (২১) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে নগরীর হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাকিবুল ইসলাম হাসান রংপুর সিটি করপোরেশনের সৎবাজার চাদকুঠি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে ও সাহেবগঞ্জ কারিগরি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম। তিনি জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে রংপুর বাড়ি ফিরছিলেন রাকিবুল। এসময় হারাগাছ-রংপুর সড়কের বাহারকাছনা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলটি। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

সর্বশেষ

জনপ্রিয়