৭ আশ্বিন, ১৪৩০ - ২২ সেপ্টেম্বর, ২০২৩ - 22 September, 2023
amader protidin

মসিউর রহমান রাঙ্গা এমপি’র খারুভাজ উপজেলা প্রশাসন পার্ক পরিদর্শন

আমাদের প্রতিদিন
1 week ago
210


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ার ঐতিহ্যবাহী খারুভাজ বিলের দখল উচ্ছেদ করে বিনোদন পার্ক নির্মাণ করা হয়েছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিলটি পরিদর্শন করেন রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, জেলা পরিষদের সদস্য মমিনুর ইসলামসহ অন্যরা। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ পার্কটি দেখে সন্তোষ প্রকাশ করেন মসিউর রহমান রাঙ্গা এমপি। উল্লেখ্য, ১৮ একরের বিলটি ভরাট হয়ে যাওয়ায় অধিকাংশ জায়গা প্রভাবশালীরা দখল নিয়ে চাষাবাদ শুরু করে। চলতি বছর উপজেলা প্রশাসন তা উদ্ধার করে পার্ক নির্মাণের উদ্যোগ নেয়। গত ১৫ জুলাই সাবেক জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন পার্কের উদ্বোধন করেন। বর্তমানে বিলের পানিতে চলাচলের জন্য নৌকা ও বিলের চারদিকে ফলজ, বনজ, ঔষধী, ফুল ও শোভাবর্ধণকারী গাছে সজ্জিত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়