১৮ আশ্বিন, ১৪৩০ - ০৩ অক্টোবর, ২০২৩ - 03 October, 2023
amader protidin

কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

আমাদের প্রতিদিন
1 week ago
75


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘কুড়িগ্রাম প্রেসক্লাবের’ নতুন ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী। এসময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌল মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক মো. শাহাবুদ্দিন, সফি খান, ছানালাল বকসী, শ্যামল ভৌমিক প্রমুখ।

১৯৬৯ সালে জেলা শহরের কেন্দ্রস্থলে কুড়িগ্রাম প্রেসক্লাব স্থাপিত হয়। জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। ১৩০ ফিট লম্বা ও ৩২ ফিট চওড়া মাপ বিশিষ্টি একতলা বিশিষ্ট আধুনিক ভবনটিতে একশ আসনের একটি হলরুম, দুটি অফিস রুম, কিচেনসহ অন্যান্য সুবিধাদি থাকবে।

প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ জানান, প্রাথমিকভাবে জেলা পরিষদ ২০ লক্ষ টাকা ব্যয়ে ভবনের কাজ শুরু করবে। ভবনটি নির্মানে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। ভবনটি নির্মাণ হলে সংবাদকর্মীগণ এই ভবনেই সকল ধরণের সুবিধাদি পাবেন।

  

সর্বশেষ

জনপ্রিয়