তারাগঞ্জে রাকাবের গ্রাহক সমাবেশ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানে তারাগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার চৌপথীস্থ অফিস কার্য্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ব্যাংক ব্যবস্থাপক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা এহতেশামুল হাসান, উর্দ্ধতন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, লোন অফিসার মিজানুর রহমান, তারাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন আপান, কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশিন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক লায়লা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রিয়াদুন্নবী রিয়াদ প্রমুখ। গ্রাহক সমাবেশে কুর্শা ও আলমপুর ইউনিয়নের গ্রাহকেরা উপস্থিত ছিলেন।