১৪ বৈশাখ, ১৪৩১ - ২৭ এপ্রিল, ২০২৪ - 27 April, 2024
amader protidin

বিবিএসের জরিপ গড় আয়ু কমেছে বেড়েছে মৃত্যু

আমাদের প্রতিদিন
1 month ago
113


আমাদের ডেস্ক:

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। বেড়েছে মৃত্যু হার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ সংক্রান্ত এক জরিপ প্রতিবেদন বলছে, ২০২৩ সালে প্রত্যাশিত গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৩ মাস, যা আগের বছর ছিল ৭২ বছর ৪ মাস।

‘বাংলাদেশে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ শিরোনামের এ প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

প্রতিবেদনে বলা হয়, স্থূল মৃত্যু হার বেড়েছে দেশে। প্রতি হাজার জনে এ হার এখন ৬ দশমিক ১ জন, যা আগের বছর ছিল ৫ দশমিক ৮ জন। আগামী জুনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়