৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ - ১৯ মে, ২০২৪ - 19 May, 2024
amader protidin

লাশবাড়ীতে বিল্ডিং কোড না মেনে বহুতল বানিজ্যিক ভবণ নির্মানের অভিযোগ

আমাদের প্রতিদিন
1 month ago
95


বায়েজিদ,পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধা পলাশবাড়ী পৌর শহরের ঐহিত্যবাহী কালীবাড়ি হাটের মূল প্রবেশ পথে বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা হচ্ছে বহুতল বানিজ্যিক ভবণ।

সরেজমিন তথ্যানুসন্ধানে যানা যায়, পলাশবাড়ী কালীবাড়ী হাটে মূল প্রবেশ পথ জনতা ব্যাংক  তিন মাথা রোডের মাঝামাঝি এলাকায় একটি বহুতল বাণিজ্যিক  ভবণ নির্মাণ করা হচ্ছে।

বিল্ডিং কোড মেনে ভবণটি নির্মান করা হচ্ছে না। নেই পাকিং এর কোন ব্যবস্থা। মার্কেটটি এমন একটি স্থানে নির্মাণ করা হচ্ছে যার তিন পার্শ্বে পার্কিং এর জায়গা বাধ্যতামুলক।

ভবণ মালিক পৌর সভার নকশা অনুমোদন নিলেও নকশা অনুযায়ী কাজ না করার ফলে ভবিষ্যতে নানামুখী সমস্যার সম্ভাবনা দেখা দিতে পারে।

বিষয়টির সরেজমিন তদন্তের জন্য পৌর মেয়র বরাবরে অভিযোগ দাখিল করা হলে পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব পৌর সভার প্রধান প্রকৌশলী গোলাম মর্তুজা,সহকারী প্রকৌশলী মেহরাব হোসেন জনি ও সার্ভেয়ারকে সরেজমিন পরিদর্শনে পাঠান।

তারা  সাংবাদিকদের জানান পৌর সভার অনুমোদিত ডিজাইন অনুয়ায়ী কাজ হচ্ছে না। পার্কিং এর কোন ব্যবস্থা নেই। এই ভবণটি নকশা বহির্ভূত ভাবে নির্মাণ করা হলে ভবিষ্যতে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়