১৭ আশ্বিন, ১৪৩০ - ০৩ অক্টোবর, ২০২৩ - 03 October, 2023
amader protidin

রংপুরে কাউন্সিলর প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

আমাদের প্রতিদিন
9 months ago
594


নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি অমান্য করায় ১৫নং ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী জাকারিয়া আলম শিপলুকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশনের  রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকারিয়া আলম শিপলুর কর্মী সমর্থকরা প্রচার প্রচারণায় আচরণ বিধি না মেনে জনসমাগম ঘটিয়ে মিছিল করায় এ জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিহা খানম উপস্থিত থেকে এ জরিমানা করেন। এ বিষয়ে জাকারিয়া শিপলু জানান, কোনো মিছিল জনসমাগম না, ভোটাররা বাসায় এসেছিলো। কোনো কিছুই ঘটেনি।

সর্বশেষ

জনপ্রিয়