৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ - ১৮ মে, ২০২৪ - 18 May, 2024
amader protidin

তারাগঞ্জে ঈদগাহমাঠের ফলজ গাছ কর্তন না করার প্রতিবাদে গণ স্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
62


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কিশামত মেনানগর বড় ঈদগাহ মাঠের ফলজ গাছ কর্তন না করার প্রতিবাদে গণ স্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে গাছ কর্তন না করার দাবীতে গণ স্বাক্ষর ও  মানববন্ধন করেন তারা। মাঠে সৌন্দর্য, এলাকার ঐতিহ্য ও পরিবেশ সুরক্ষায়  মানববন্ধনে মুসল্লিদের মধ্যে বক্তব্য রাখেন কায়দে আজম লিটন, মোস্তাকিম মিয়া, সোহেল রানা, মানিক মিয়া ও আব্দুল হামিদ প্রমুখ। কায়দে আজম লিটন জানান, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে অবস্থিত কিসামত মেনানগরে অবস্থিত ঈদগাহ মাঠ চত্বরে ফলজ আম ও কাঠাঁলের প্রায় ৬৫—৭০টি গাছ রয়েছে। গাছ গুলোর ছায়া তলে এলাকার প্রায় ৫ থেকে ৬ হাজারেরও বেশি  ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করে থাকেন। কিন্তু মাঠ কমিটির লোকজন ঈদগাহ এর চত্বরের ৩০টি গাছ বন ও পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে নিলামে বিক্রি করার জন্য গতকাল মঙ্গলবার দিন ধার্য্য করেন। খবর পেয়ে এ এলাকার মুসল্লিরা গাছ কর্তন না করার জন্য গণ স্বাক্ষর ও মানববন্ধনে অংশ নেন। মাঠ কমিটির  সভাপতি আতাউর রহমান বলেন, গত ঈদুল ফিতরের নামাজের দিনে উপস্থিত মুসিল্লিদেরকে মাঠ চত্বরে থাকা ৩০টি গাছ কতৃন করে মাঠের উন্নয়ন কাজে লাগানো হবে বলে অবগত করা হয়েছিলো। সেসময় উপস্থিত মুসল্লিরা গাছ কর্তনের বিষয়ে কোন প্রতিবাদ করেনি।

সর্বশেষ

জনপ্রিয়