১০ চৈত্র, ১৪২৯ - ২৪ মার্চ, ২০২৩ - 24 March, 2023
amader protidin

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪) ঘোষণা

আমাদের প্রতিদিন
2 months ago
183


 

খবর বিজ্ঞপ্তির:

২৫ই ডিসেম্বর ২০২২ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম  (আগারগাঁও, ঢাকা) এ অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-2022-এর অনুষ্ঠানে  প্রধান অতিথি, জনাব নুরুজ্জামান আহমেদ  এমপি (মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), বিশেষ অতিথি,  এ কে এম আহসানুল হক চৌধুরী এমপি (রংপুর-২ আসনের সদস্য,  অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,  বাংলাদেশ জাতীয় সংসদ) এবং বিশেষ অতিথি আনিসুল হক (সাংবাদিক ও কথা সাহিত্যিক) এর উপস্থিতিতে নতুন কার্যনির্বাহী কমিটির  সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম (সচিব,  সমাজকল্যাণ মন্ত্রণালয়,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), সাধারণ সম্পাদক পদে জনাব রকিবুস সুলতান মানিক ও কোষাধ্যক্ষ পদে জনাব এডভোকেট জিয়াউর রহমান কোন প্রতিদন্দিতা না থাকায় পুনরায় নির্বাচিত হন।

 সহ ৩১ জনের নাম যাহা ড. রেহানা খাতুন (আহ্বায়ক,  স্মরণিকা উপকমিটি এবং সদস্য, কার্যনির্বাহী কমিটি,  কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি) এর সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ওয়াহিদা বানু স্বপ্না,  নির্বাচন কমিশনারদ্বয় জনাব এ বি এম রেজাউল করিম (বাদল) ও জনাব মোঃ রাফিউল আলম (তুষার) সহ অন্যান্যদের উপস্থিতিতে ঘোষণা করেন।

সর্বশেষ

জনপ্রিয়