২৬ অগ্রহায়ণ, ১৪৩০ - ১০ ডিসেম্বর, ২০২৩ - 10 December, 2023
amader protidin

অস্ট্রেলিয়ান ওপেন: নারী ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া

আমাদের প্রতিদিন
10 months ago
90


ক্রীড়া ডেস্ক:  

অস্ট্রেলিয়ান ওপেনে নারী ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা। সানিয়ার সঙ্গে জুটি গড়েছিলেন কাজাখাস্তানের আনা ডানিলিনা। তারা হেরে যান ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাংকের সঙ্গে।

অষ্টম বাছাই জুটিতে সানিয়ারা হেরেছেন ৪-৬, ৬-৪ ও ২-৬ ব্যবধানে। এখানে হারলেও সানিয়ার অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শেষ হয়ে যাচ্ছে না। এখনো মিক্সড ডাবলসের লড়াইয়ে টিকে আছেন। এখানে তার সতীর্থ ভারতীয় রোহান বোপান্না। গতকালই প্রথম রাউন্ডের বাঁধা টপকেছিলেন দুজনে।

কিন্তু নারী ডাবলসে এসে সেরাটা দিতে পারলেন না। ছিলেন না ছন্দে। প্রথ, রাউন্ডে হারের পর দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে (৬-৪) হারিয়ে প্রতিশোধ নেন। কিন্তু তৃতীয় রাউন্ডে গিয়ে আর ধরে রাখতে পারেননি। ৬-২ ব্যবধানে বিধ্বস্ত হয়ে ছিটকেই যান।

চলমান অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার শেষ। এরপর আর খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ভারতীয় এই টেনিস তারকা। কিন্তু শেষটা নিজের চাওয়া মতো করতে পারছেন না। তবে এবার মিক্সড ডাবলসে শেষটা সুন্দর করার পালা তার সামনে।

সর্বশেষ

জনপ্রিয়