১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

রংপুর বিএনপির বিভাগীয় সমাবেশ বাংলাদেশে কোনভাবেই একতরফা নির্বাচন হতে দেয়া হবেনা : রুমিন ফারহানা

আমাদের প্রতিদিন
1 year ago
445


নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে একদলীয় শাসন কায়েম করেছে। ক্ষমতায় থাকাকালীন সময়ে কোন রাজনৈতিক দলকে সুযোগ দেয়নি। গনতন্ত্র বা মানুষের মতের সমাবেশ মেনে নেয়না, তারা এক দলীয় শাসন বিশ্বাস করে। দেশের মানুষের ঘুম যারা হারাম করেছে। কেরে নিয়েছে সুখ সমৃদ্ধি তাদের শান্তি সমাবেশ মানায় না। মানুষকে বিভ্রান্ত করতে কুটচাল করছে দলটি। মোনাফেকের চেয়েও বেশি জুলুমবাজ আওয়ামী লীগ। এই অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে কোনভাবেই একতরফা নির্বাচন হতে দেয়া হবেনা। সাধারণ মানুষকে সাথে নিয়ে দূর্বার অন্দোলনের মাধ্যমে একতরফা নির্বাচন প্রতিহত করা।

আজ শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর গ্রান্ডহোটেল মোড় এলাকায় রংপুর বিভাগীয় বিএনপির আয়োজনে ১০ দফা দাবি আদায়ে বিভাগীয় সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক সমাবেশে  বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেছেন, বিএনপি একটি উদার মনভাবের রাজনৈতিক দল। মানুষের অধিকার আদায়ে সরকারের সব্ নির্যাতন, নিপীড়ন সহ্য করছে। গনতান্ত্রিক ধারায় আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে নেতাকর্মীদের শাহদৎ বরণ করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা আবুল খায়ের ভূঁইয়া, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ- সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর কমিটির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন প্রমুখ।

এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সমাবেশের কারনে বিএনপি কার্যালয় থেকে শাপলা মোড় ও জীবন বীমা মোড় পর্যন্ত সড়কে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিকল্প পথে গণপরিবহন চলাচল করেছে। শৃংখলা রক্ষায় মহানগর পুলিশের নজরবন্দি ছিলো পুরো নগরী। এছাড়াও নগরীতে ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমানতা জোটসহ বিভিন্ন দল ও জোট সভা-সমাবেশ করেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়