১৩ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

রংপুরে দলিত জনগোষ্ঠির শিশুদের নিয়ে কেক কেটে দৈনিক যুগান্তরের ২৪তম বর্ষপূর্তি পালন

আমাদের প্রতিদিন
1 year ago
292


নিজস্ব প্রতিবেদক:

দৈনিক যুগান্তরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠি হরিজন ও দলিত সম্প্রদায়ের শিশুদের নিয়ে কেক কাটার অনুষ্ঠান পালন করা হয়েছে।

আজ রোববার বিকেলে যুগান্তর রংপুর ব্যুরো অফিস ও স্বজন সমাবেশের  আয়োজনে নগরীর নিউ জুম্মাপাড়া হরিজন কলোনীর কিক ইউসেফ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠি হরিজন ও দলিত সম্প্রদায়ের সাথে যুগান্তরের এক মেলবন্ধন তৈরি বার্তা দেয়া হলো। এই জনগোষ্ঠিকে পিছনে ফেলে দেশের সার্বিক  উন্নয়ন সম্ভব নয়। একই সাথে যুগান্তরের সাথে সর্বস্থরের সকল সম্প্রদায়ের মানুষের সংবাদ পরিবেশনের ধারণা তুলে ধরা চেষ্টা করা হয়েছে।

দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ও দলিত পরিষদ রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এ্যাড. মনি লাল দাস, কিক ইউসেফ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, যুগান্তর স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির সভাপতি কবি বাদল রহমান, সদস্য সচিব সাংবাদিক হারুন উর রশিদ সোহেল, হরিজন কলোনীর সভাপতি শ্রী জীবন চন্দ্র, মানবিক অধিকার হনিজন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক হৃদয় বাসফোর প্রমুখ। এসময় হরিজন ও দলিত সম্প্রদায়ের অর্ধশতাধিক শিশু ছেলে-মেয়ে এবং হরিজন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়