তারাগঞ্জে ওপেন হাউজ ডে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
“ পুলিশ জনতা, জনতাই পুলিশ”এই স্লোগানে তারাগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারী) স্থানীয় শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে বিকাল ৫টায় তারাগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার প্রমুখ।