৫ চৈত্র, ১৪৩০ - ১৯ মার্চ, ২০২৪ - 19 March, 2024
amader protidin

নাগেশ্বরীতে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

আমাদের প্রতিদিন
1 year ago
371


কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিপক্ষের মারধরের ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১২টা ৪৫মিনিটে নাগেশ্বরী আল-কারীম ক্যাডেট মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তাতক্ষনিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন, চেয়ারম্যানকে মারধরের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদ্রাসার সিসি টিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। আহত অবস্থায় চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত চায়ের দোকানদার আব্দুল জব্বার, ধান ব্যবসায়ী বাবলু জানান, আমজাদ হোসেন কে অতর্কিতভাবে মারধর করে। আমরা চেয়ারম্যান কে তাদের হাত থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই।

ত্যক্ষদর্শীরা  আরো জানান, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী তার সন্তান কে আল-কারীম ক্যাডেট মাদ্রাসা থেকে নেয়ার জন্য আসলে মাদ্রাসা গেট সংলগ্ন আব্দুল জব্বারের চায়ের দোকানের সামনে প্রতিপক্ষ বামনডাঙ্গা ইউনিয়নের আসাদুজ্জামান রনির ছোট ভাই হৃদয়ের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী  লাঠি ও লোহার রড নিয়ে আমজাদ হোসেন কে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এতে শরীরের বিভিন্ন অংশে ফেটে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ভুক্তভোগী আমজাদ হোসেন ব্যাপারী জানান, আমার সন্তান কে আল-কারীম ক্যাডেট মাদ্রাসা থেকে নেয়ার জন্য পৌছা মাত্র রনি চেয়ারম্যানের ছোট ভাই হৃদয়ের নেতৃত্বে সাদ্দাম, আরিফ, সামস, আরিফুজ্জামসহ ৭/৮জন আমাকে অতর্কিতভাবে হামলা চালিয়ে লাঠি ও লোহার রড নিয়ে এলোপাতাড়ি মারধর করা অবস্থায় আমাকে উদ্ধারের সময় আমার শশুরসহ স্থানীয় কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

সর্বশেষ

জনপ্রিয়