১০ চৈত্র, ১৪২৯ - ২৪ মার্চ, ২০২৩ - 24 March, 2023
amader protidin

অস্কারে সেরা সিনেমা এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

আমাদের প্রতিদিন
1 week ago
50


বিনোদন ডেস্ক :

অস্কারের ৯৫তম আসরে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট পরিচালিত এই ছবিটি ১১টি মনোনয়ন পেয়েছে এবারের অস্কারে। তবে সিনেমাটি সব মিলিয়ে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

প্রথম পুরস্কার আসে সেরা পার্শ্ব অভিনেত্রী থেকে, এরপর সেরা পার্শ্ব অভিনেতা, এরপর সেরা অভিনেত্রী এবং অরিজিনাল স্ক্রিন প্লের শ্রেষ্ঠত্ব অর্জন করে এ ছবিটি। এ চার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পর সেরা পরিচালক এবং সেরা এডিটিংয়েও সিনেমাটির নাম ঘোষণা করা হয়। আর সর্বশেষ সেরা সিনোমার পুরস্কার জিতে নেয় এটি। এবারের অস্কারে সবচেয়ে বেশি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা।

অ্যাডভেঞ্চারধর্মী ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান। এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার, দ্য বানশিজ অব ইনিশেরিন, এলভিস, দ্য ফ্যাবেলম্যানস, টার, টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস ও উইমেন টকিং।

সর্বশেষ

জনপ্রিয়