রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে পাবলিক লাইব্রেরি মাঠে ২ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আঞ্জুমান কালাম, পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী। এসময় রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান।
এবারের মেলায় রংপুর জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের সেবা-সমূহ প্রদর্শন করবে। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।