১১ বৈশাখ, ১৪৩১ - ২৪ এপ্রিল, ২০২৪ - 24 April, 2024
amader protidin

ইমরান খানের বাড়ি মিলেছে একে-৪৭, বলছে পুলিশ

আমাদের প্রতিদিন
1 year ago
184


আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি থেকে একে-৪৭ ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) তোশাখানা মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতের উদ্দেশে বের হওয়ার পরই ইমরানের জামান পার্কের বাড়িতে অভিযান চালায় বাহিনীটি।

এসময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৬০ কর্মীকে আটক করা হয়। পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ জামান পার্কে তল্লাশি ও পরিচ্ছন্নতা অভিযান শেষ করেছে । সেখান থেকে একে-৪৭ রাইফেল এবং প্রচুর সংখ্যক বুলেট পাওয়া গেছে।

পিটিআই পুলিশের অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, তার বাড়ির আঙ্গিনায় থাকা নেতা-কর্মীদের পেটাচ্ছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান হিসেবে পাওয়া উপহারগুলো রাষ্ট্রীয় কোষাগার তোশাখানা থেকে নিয়ে সেগুলো বিক্রি করেছেন তিনি। তবে ইমরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়