২৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ১১ জুন, ২০২৩ - 11 June, 2023
amader protidin

গঙ্গাচড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

আমাদের প্রতিদিন
2 months ago
925


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন। ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অধ্যক্ষ জালাল উদ্দীন, রোকোনউজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, এনামুলহকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ বক্তব্য রাখেন। এসময় উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়