২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ১১ জুন, ২০২৩ - 11 June, 2023
amader protidin

হরিপুরে ট্রাক ও ভ্যান গাড়ি সংঘর্ষে নিহত ১

আমাদের প্রতিদিন
2 months ago
127


হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৩ মার্চ দুপুরে মিনি ট্রাক ও ভ্যান গাড়ি মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ইব্রাহীম (৪০) নামে নিহিত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চৌরঙ্গী রণহাট্রা মোড়ে কামারপুকুর হতে একটি ইট বুঝায় ট্রাকের সাথে ভ্যান চালক ইব্রাহীমের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনার স্থালে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায় বলে জানা যায়।

নিহত ইব্রাহিমের বাড়ি হরিপুর উপজেলার দামল এলাকায়।

সংশ্লিষ্ট ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহ্সান হবীব চৌধুরী(হাসান) ঘটনার সততা স্বীকার করে বলেন, ঘটনার স্থল হতে ইট বুঝায় ট্রাকটি আটক করে পরিষদে রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়