২৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ১১ জুন, ২০২৩ - 11 June, 2023
amader protidin

রহমত উল্লাহ’র বিরুদ্ধে শাকিব খানের মামলা

আমাদের প্রতিদিন
2 months ago
81


বিনোদন ডেস্ক:

প্রযোজক রহমত উল্লাহের বিরুদ্ধে মামলা করলেন ঢাকায় সিনেমার অভিনেতা শাকিব খান।বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সিএমএম আদালতে গিয়ে মামলা করেন তিনি। এর আগে গত শনিবার মধ্যরাতে শাকিব খান গুলশান থানায় গিয়ে প্রায় দেড় ঘণ্টার মতো অবস্থান করেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে বাইরে এসে জানান কোর্টে মামলা করবেন তিনি।

অভিনেতা জানান, নিজে প্রযোজক সেজে যিনি অভিযোগ করেছেন তিনি আসলে এই সিনেমার প্রযোজক না। তার সঙ্গে পরিচালকের চুক্তি হয়নি। বানোয়াট মিথ্যাচার করেছেন। অনেক লোক এ বিষয়ে জড়িত। তারা তাকে ইন্ধন দিয়েছেন। সেই সিনেমার প্রযোজক ভারটেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম। রহমত উল্লার সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন

এর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। এর পর থেকেই ঘটনাটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়