রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসপিজিআরসি রংপুর জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার নগরীর আলমনগরস্থ হক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসপিজিআরসি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান মেহেদী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী নুর উদ্দিন, তাজুল ইসলাম, এসপিজিআরসি রংপুর জেলা শাখার সহ-সভাপতি আলী আহমেদ, খুরশীদ, সহ-সম্পাদক খুরশীদ আলম, অর্থ সম্পাদক নাসিম শেখ, অফিস প্রধান মোঃ তৈয়ব, অফিস সহকারী রেজওয়ান আহমেদ টিটু ও হারুন অর রশিদ মনাসহ বিভিন্ন ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ।