কবি দিলরুবা শাহাদৎ ভিআইপি সেন্টারহাট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কবি দিলরুবা শাহাদৎ ভিআইপি সেন্টারহাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কবি দিলরুবা শাহাদৎ ভিআইপি সেন্টারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিনহাজুল ইসলাম।
কবি দিলরুবা শাহাদৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের উপস্থাপক মোছাঃ জিন্নতুন নাহার, বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী মোছাঃ রওশন আরা সোহেলী, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আতাউর রহমান ও অভিভাবক সদস্য মোঃ আবেদ আলী।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন কবি দিলরুবা শাহাদৎ ভিআইপি সেন্টারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ভানুদেব বর্ম্মন।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৪টি গ্রæপে ৭২টি ইভেন্টে খেলার অনুষ্ঠিত হয়। খেলা শেষে চূড়ান্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন কবি দিলরুবা শাহাদৎ। পরে পরন্ত বিকেলে সাংস্কৃতিক পরিবেশন ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।