২৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ১১ জুন, ২০২৩ - 11 June, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে গৃবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
2 months ago
101


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিথী আক্তার (২০) এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরদেহ টি উদ্ধার করে থারায় নিয়ে আসে। সে দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শাকিরুলের স্ত্রী বলে জানাগেছে ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালের পর কোন এক সময় নিজ শয়ন ঘরে বিথী আক্তার মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। তবে বাড়িতে ছিলেন তার শাশুড়ী। প্রতিবেশিরা পুলিশকে সংবাদ দিলে সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয় গোবিন্দগঞ্জ থানা পুলিশে পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, এস আই জসিম, এস আই সুজনসহ সঙ্গীয় ফোর্স মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। শুক্রবার গাইবান্ধায় ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃতের শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঠিক কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়