২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ১১ জুন, ২০২৩ - 11 June, 2023
amader protidin

শিরিন শিলার পা ধরে ক্ষমা চাইলো প্রতারক মাসু

আমাদের প্রতিদিন
2 weeks ago
52


বিনোদন ডেস্ক:

পুলিশের পোশাক পরে সিনেমার শুটিং করছিলেন অভিনেত্রী শিরিন শিলা। এ সময় হটাৎ এক ছিন্নমূল কিশোর এগিয়ে আসে, শিরিন শিলাকে জড়িয়ে ধরে। নেহাত শিশু ভেবেই অভিনেত্রী তাকে বুকে স্থান দেন, জড়িয়ে ধরেন। ওই কিশোর অভিনেত্রীকে বলনে, ‘আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব’ বলেই আবার জড়িয়ে ধরে।

এরপর হটাৎ নায়িকার গালে চুম্বন দেন ওই কিশোর। এমন একটি ভিডিও গত দুই দিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে সেই কিশোর সম্পর্কে যখন জানতে পারলেন, সে রাত আর ঘুমাতে পারেননি এ অভিনেত্রী। জানালেন সে একজন রিকশাচালক। সম্প্রতি বিয়েও করেছে।

বুধবার (২৪ মে) সংবাদমাধ্যমকে নায়িকা বলেন, ‘৯ দিন আগে বিয়ে করেছে। সে আমাকে যা যা বলেছে সব মিথ্যা বলেছে।’ এদিন সকালে নায়িকা তার ফেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করে। এতে দেখা যায়, ছেলেটি শিরিন শিলার পা ধরে মাফ চাইছে। শুটিং ইউনিটের কেউ কেউ তাকে পুলিশে দেওয়ার কথাও বলছিলেন।

ওই যুবকের নাম মাসুদ রানা। সে নায়িকাকে বলে আমার ভুল হয়েছে। ঘটনার এক পর্যায়ে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়