১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

নওগাঁয় ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আমাদের প্রতিদিন
10 months ago
131


 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ভটভটির ধাক্কায় মমিনুল ইসলাম সুইট নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার সতিহাট সড়কের দোহালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম সুইট রাজশাহীর বড়বন গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন।

তিন বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন মমিনুল। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে একটি ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুমিনুল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়