১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

৭৭ জাহাজ কয়লা আসার খবরটি ‘গুজব’

আমাদের প্রতিদিন
3 months ago
297


আমাদের ডেস্ক:

৭৭টি বিশাল জাহাজে করে দেশে কয়লা আসছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করা হয়েছে। এই তথ্য পুরোপুরি গুজব বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৭ জুন) মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তা হলো- ‘বিদ্যুৎ সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে।’ এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর খবর।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎকেন্দ্রে। ফলে সবাইকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়