৭ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

হাইতিতে ভূমিকম্পে নিহত ৩

আমাদের প্রতিদিন
10 months ago
168


আন্তর্জাতিক ডেস্ক:

হাইতির পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

বুধবার (৭ জুন) সকালে হাইতির রাজধানী রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে গ্র্যান্ড'আনসে ডিপার্টমেন্ট অঞ্চলে ভূমিকম্পটি ঘটে। এর কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটারেরও কম গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য দিয়েছে।

গ্র্যান্ড'আনসের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিন মনকুয়েলে এএফপিকে বলেন, এই পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতরা একই পরিবারের। একটি বাড়ি ভূমিকম্পে ভেঙে পড়লে তাদের মৃত্যু হয়। নাগরিক সুরক্ষা সংস্থা এই পর্যন্ত ২৮ জনের আহত হওয়ার খবর পেয়েছে। আরও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে।

প্রবল বর্ষণে হাইতিতে বন্যাও হয়েছে। বন্যায় অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মানুষ গত কয়েকদিনে ঘড়ছাড়া হয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়