১৮ আশ্বিন, ১৪৩০ - ০৩ অক্টোবর, ২০২৩ - 03 October, 2023
amader protidin

ফ্রান্সে ছুরি হামলায় শিশুসহ আহত ৬

আমাদের প্রতিদিন
3 months ago
80


আন্তর্জাতিক ডেস্ক :

ফ্রান্সের আল্পসের অ্যানেসি শহরের একটি পার্কে ছুরি হামলায় চার শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক আহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, শিশুদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, শিশুদের বয়স প্রায় তিন বছর। এর আগে পুলিশ আট শিশু আহত হওয়ার কথা জানিয়েছিল।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, চার শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন টুইটারে বলেছেন, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হাউট সাভোই অঞ্চলের পার্লামেন্ট সদস্য ভার্জিনি ডুবি-মুলার বিএফএম টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন,হামলাকারী একজন সিরিয়ার নাগরিক। সে ফ্রান্সে অভিবাসন প্রত্যাশী ছিল।

সর্বশেষ

জনপ্রিয়