১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

আইনগত বিজ্ঞপ্তি

আমাদের প্রতিদিন
9 months ago
5K


এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমার মক্কেল কারুপণ্য রংপুর লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সফিকুল আলম সেলিম বাসা নং-৭৪/এ, জে.এন.সি. রোড, দক্ষিণ গুপ্তপাড়া, থানা-কোতয়ালী, জেলা-রংপুর। নিম্ন তফসীল বর্ণিত ভূমির মালিক আবু মোঃ নুরুল হুদা দিং পিতা-মরহুম নূরুন নবী, বাসা নং-৪১/৭, ব্লক বি, নিচ তলা চান মিয়া হাউজিং, বাঁশবাড়ী, মোহাম্মদপুর ১২০৭, থানা-মোহাম্মদপুর, ঢাকা এর নিকট হইতে খরিদ করিবার উদ্দেশ্যে তাহাদের সহিত রেজিস্ট্রিকৃত বায়না চুক্তিতে আবদ্ধ হইয়াছেন। নিম্ন তফসীল বর্ণিত ভূমি সম্পর্কে কোন শরিক/অংশীদার, ব্যাংক বা কোন ঋণদানকারী সংস্থাসহ অন্য কাহারো কোন প্রকার দাবি বা আপত্তি থাকিলে তাহা অত্র বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় অবস্থিত চেম্বারে সন্ধ্যা সাত ঘটিকা হইতে রাত্রি দশ ঘটিকার সময় মধ্যে উপস্থিত হইয়া উত্থাপন করিবেন। উক্ত সময়ের মধ্যে কোন প্রকার দাবি বা আপত্তি উত্থাপিত না হইলে নিম্ন তফসীল বর্ণিত সম্পত্তি নিষ্কণ্টক মর্মে গণ্য হইবে।

সম্পত্তির তফসীল:

জেলা-রংপুর, থানা-কোতয়ালী মধ্যে সিটি কর্পোরেশন ভুক্ত, মৌজা-রঘুনাথগঞ্জ, যাহার জে.এল. নং-৯৩, সি.এস. খতিয়ান নং-১০/১, এস.এ. খতিয়ান নং-১০/৩-২৫ আর.এস. খতিয়ান নং-১৩৬২, খারিজ খতিয়ান নং-২৩০৩, হোল্ডিং নং-২২৬৩, সি.এস./এস.এ. দাগ নং- ৩১৫-৫৪৫ আর.এস./বি.এস. দাগ নং-৩০৯০, জমি ২৩ শতক ও তিন তলা বিশিষ্ট বাড়ী। অবস্থান-রংপুরের জেলা প্রশাসক মহোদয়ের বাসভবনের সামনে দক্ষিণ দিকে সিভিল স্টেশন রোড (রংপুর সেনানিবাস রোড) সংলগ্ন।

 

কমল কুমার মজুমদার

এ্যাডভোকেট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট রংপুর,

বাসা নং-৪৪,

এস.এম.সি. রোড গুপ্তপাড়া, রংপুর।

মোবাইল নং-০১৭১২-৫৮৬৩১০

 

সর্বশেষ

জনপ্রিয়