১১ বৈশাখ, ১৪৩১ - ২৪ এপ্রিল, ২০২৪ - 24 April, 2024
amader protidin

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত  করে বাসে স্টিকার লাগিয়েছে বেরোবি প্রশাসন!

আমাদের প্রতিদিন
10 months ago
197


বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের বহন করা বাসে লাগানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত লাগানো স্টিকার বিকৃত করেছে প্রশাসন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, বিগত উপাচার্যের আমলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কয়েকটি নতুন বাস কেনা হলে সেগুলোর গায়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত দৃষ্টিনন্দন স্টিকার লাগানো হয় এবং পরে পুরাতন বাসগুলোতেও একই রং ও স্টিকার লাগানো হলে বিভিন্ন মহলে সেটি প্রশংসিত হয়।

উক্ত স্টিকারে জাতির পিতার ৭ মার্চের ভাষণের জনসমুদ্রের একাংশের ছবিও স্থান পেয়েছিল। কিন্তু বর্তমান উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ যোগদানের পর বাসের গায়ের স্টিকারগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। সম্প্রতি বাসের রং পরিবর্তন করে পূর্বে লাগানো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়রা উড়ানো হাস্যোজ্বল ছবির পরিবর্তে একটি ছোট ছবি সম্বলিত স্টিকার লাগানো হয়েছে যা দৃষ্টিকটু দেখায়। এমন ছবি লাগানো ও পূর্বের সুন্দর স্টিকার বিকৃত করায় ক্যাম্পাসে সমালোচনার ঝড় উঠেছে।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বর্তমান প্রশাসনে কাছে এমনটা আশা করা যায় না। তাদের অভিযোগ, ভিসির চারপাশে কিছু হাইব্রিড আওয়ামী লীগার তৈরি হয়েছে যারা বিভিন্ন মন্ত্রীর নাম ভাঙিয়ে ভিসিকে মিসগাইড করছে।

নীলদলের সাবেক সভাপতি ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ বিষয়টির নিন্দা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু ও তার কন্য বাঙালীর আবেগের সাথে মিশে আছে। তাদের ছবি ব্যাবহারে যথাযত সতর্কতার সাথে উচিত ছিল।

বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম সমালোচনা করে বলেন, এই বিষয়টা খুব সেনসেটিফ।

আগে যেমনভাবে ছবিগুলো ছিল তেমনি থাকত ভালো হতো। এই ধরনের কর্মকান্ডের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

এই বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের প্রত্রিকাকে বলেন, এটা আমি দেখেছি ছবি করতে বলেছি। এটা ঠিক করা হবে। আগের মতোই করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়