১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

আমাদের প্রতিদিন
9 months ago
192


দিনাজপুর প্রতিনিধি:

জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং জেলা শিল্পকলা একাডেমিসহ প্রতিটি উপজেলায় মুক্তমঞ্চ করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এময় উক্ত সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু বলেন, সরকার ঘোষিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে এবারেও সরকার অপ্রতুল বরাদ্দ রাখা হয়েছে। এই খাতে মূল বরাদ্দের ১শতাংশ বৃদ্ধি সাংস্কৃতিককর্মীদের দীর্ঘ দিনের দাবী। এছাড়াও জেলা ও উপজেলার শিল্পকলা একাডেমিতে মুক্তমঞ্চের জন্য সংস্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করা হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তাই সরকার দেশের সংস্কৃতিকে আরো গতিশীল করতে এই ন্যায্য দাবিগুলো দ্রæত বাস্তবায়ন করার জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত, উদীচী দিনাজপুরের সাধারন সম্পাদক সত্য ঘোষসহ দিনাজপুর জেলার সংস্কৃতিকমীরা।

 

 

সর্বশেষ

জনপ্রিয়