১৩ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

মরক্কোয় মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

আমাদের প্রতিদিন
1 year ago
393


 

আন্তর্জাতিক ডেস্ক:

মরক্কোর রাজধানী রাবাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ করেছেন। দেশটিতে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সামাজিক অসন্তোষ দেখা দেওয়ার প্রেক্ষিতে রোববার (৪ ডিসেম্বর) এ বিক্ষোভ হয়।

আল অ‌্যারাবিয়া নিউজ জানায়, প্রায় তিন হাজার লোক এ বিক্ষোভে অংশ নিয়েছের। সম্প্রতি অনুষ্ঠিত এটিই সবচেয়ে বড়ো বিক্ষোভ। তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ১২০০ থেকে ১৫০০ হবে।

বিক্ষোভকারীরা শ্লোগান দিয়ে বলেছেন, ‘জনগণ চায় দ্রব্যমূল্য কমুক। তারা চাচ্ছে স্বৈরাচার ও দুর্নীতি নির্মূল হোক।’

বিক্ষোভ আয়োজনকারী মরোক্কান সোশ্যাল ফ্রন্ট ও বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর সমন্বয়কারী ইউনুস ফেরাসিন বলেছেন, আমরা এমন এক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি, যারা ক্ষমতা ও অর্থকে এক করে ফেলেছে।

সরকারের পরিকল্পনা বিষয়ক হাইকমিশন সাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, করোনা মহামারি ও মূল্যস্ফীতির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে দারিদ্র্যের স্তর ২০১৪ সালের পরিস্থিতিতে ফিরে গেছে।  দেশটির বর্তমান মূল্যস্ফীতি ৭.১ শতাংশ। এর ফলে খাবারের দাম বেড়ে গেছে অনেক বেশি। এছাড়া তীব্র খরার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটিও খাদ্যমূল্য বাড়ার জন্যে আংশিক দায়ী।

সর্বশেষ

জনপ্রিয়