১৮ আশ্বিন, ১৪৩০ - ০৩ অক্টোবর, ২০২৩ - 03 October, 2023
amader protidin

টাইটানের খোঁজে আটলান্টিকে অত্যাধুনিক রোবট সাবমেরিন

আমাদের প্রতিদিন
3 months ago
126


আন্তর্জাতিক ডেস্ক:

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে অনুসন্ধান স্থানে বৃহস্পতিবার ফরাসি গবেষণা প্রতিষ্ঠান আইফ্রিমারের দ্য ভিক্টর ৬০০০ রোবট সাবমেরিন পৌঁছেছে। স্থল থেকে নিয়ন্ত্রিত এই সাবমেরিনটি সাগরের পৃষ্ঠতলে যেতে সক্ষম।

বিবিসি জানিয়েছে, চার ঘণ্টার শিফটে কাজ করে দুই পাইলটের একটি দল সাগরের উপরিভাগে থাকা আটলান্টি জাহাজ থেকে এর গতিবিধি নিয়ন্ত্রণ করবেন। কন্ট্রোল রুমে একজন তৃতীয় ব্যক্তিও থাকবেন যারা মিশনে সাহায্য করবেন। তারা কানাডিয়ান কোস্টগার্ড বা নিখোঁজ সাবমেরিন টাইটানের পরিচালনাকারী সংস্থার হতে পারে।

ভিক্টর ৬০০০- এর বোর্ডে থাকা লাইট এবং ক্যামেরাগুলোর মাধ্যমে পাইলটরা সমুদ্রের তলদেশে কী আছে তা একেবারে স্বচ্ছভাবে দেখতে পাবেন। ফরাসি এই সাবমার্সিবলের দুটি যন্ত্র রয়েছে যেগুলো অত্যন্ত সূক্ষ্ম কৌশল ধ্বংসাবশেষ কাটা বা অপসারণ করতে সক্ষম।

রোববার পাঁচ পর্যটককে নিয়ে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে সাবমারসিবলটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাবমেরিনটির ৯৬ ঘণ্টা পর্যন্ত সাগর তলদেশে থাকার সক্ষমতা রয়েছে। তবে বৃহস্পতিবারই এর অক্সিজেন ফুরিয়ে যাবে।

সর্বশেষ

জনপ্রিয়