১২ বৈশাখ, ১৪৩১ - ২৫ এপ্রিল, ২০২৪ - 25 April, 2024
amader protidin

বিরলে লিচু চাষীদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
863


বিরল (দিনাজপুর) প্রতিনিধি:

পাবনা জেলার ১০ জন লিচু চাষী ও ব্যবসায়ীদের সাথে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৩০জন লিচু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে লিচু চাষ ও ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সাসটেইনবেল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-র আওতায় ওসাকা কর্তৃক বাস্তাবায়নাধীন হর্টিকালচারাল ফলচাষ-লিচু উপ-প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (০৫ ডিসেম্বর) বিরলের পূূর্ব মহেশপুর গ্রামের জাহাঙ্গীর এর লিচু বাগানে উক্ত কর্মশালায় অভিজ্ঞতা বিনিময় করেন আনছার আলী ধলা মিয়া, মোঃ আব্দুল্লাহ বিশ্বাস, মোঃ ওমর ফারুক, মিজানুর রহমান, শামছুল হক এবং আজিজুর রহমানসহ অন্যান্য লিচু চাষী ও ব্যবসায়ীবৃন্দ।

উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মোঃ রফিকুল হক এবং বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। উপজেলা কৃষি কর্মকর্তা এই ধরণের কর্মশালার আয়োজনকে সময় উপযোগি এবং গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন।

তিনি পরিবেশসম্মত উপায়ে কৃষি উৎপাদন এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা জিএপি উপর বিশদ আলোচনা করে দিক নির্দেশনা দেন।

সর্বশেষ

জনপ্রিয়